দীপ্ত ক্ষুদে বিজ্ঞানী ২০২২ (স্ত্রিপ্ট)

 


 

দীপ্ত ক্ষুদে বিজ্ঞানী ২০২২

স্ক্রিপ্ট

ওপেনিং স্ট্রিং

থিম সং এর সাথে বাচ্চাদের দলীয় নৃত্য পরিবেশন।

এরপর নৃত্য ও গানের শেষ অংশে প্রবেশ করবে ফেরদৌস বাপ্পী ও তারিন।

তারিন: উপস্থিত সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এস.এম.সি মনিমিক্স প্লাস ক্ষুদে বিজ্ঞানী অ্যাওয়ার্ড ২০২২-এর এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি তারি জাহান

ফেরদৌস বাপ্পী: আর আমি ফেরদৌস বাপ্পী!

তারিন: প্রথম যেদিন মানুষ পাথরে পাথরে ঠুকে আগুন জ্বালাতে শিখেছিল, সেদিন থেকেই শুরু হয়ে গিয়েছিল বিজ্ঞানের জয় যাত্রা। তারপর আর ক্ষণিকের জন্যও থামেনি বিজ্ঞান। সভ্যতার অগ্রগতির সাথে সাথে বিজ্ঞানের সঠিক ব্যবহার মানব সভ্যতাকে সহজ করে এসেছে। বর্তমান সময়ে একদিন দিন তো দূরের কথা এক মুহূর্তও বিজ্ঞান ছাড়া অচল।

ফেরদৌস বাপ্পী: বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নতুন আবিষ্কারে পিছিয়ে নেই বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা। এখন ক্ষুদে ক্ষুদে বিজ্ঞানীরাও নিজেদের মেধা দিয়ে অবাক করে দিচ্ছে বিশ্ববাসীকে।

তারিন: আমাদের আজকের এই আয়োজন এমন সব ক্ষুদে মেধাবী বিজ্ঞানী বন্ধুদের অর্জনকে সম্মানিত ও পুরষ্কৃত করতে। সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি মনিমিক্স প্লাস ক্ষুদে বিজ্ঞানী এ্যাওয়ার্ড ২০২২ এর এই জমজমাট আয়োজনে।

ফেরদৌস বাপ্পী: এই আয়োজনে Title sponsor হিসেবে আছে মনিমিক্স প্লাস এবং এস.এম.সি। কো-স্পনসর হিসেবে থাকছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইফাদ পিলো চিপস, কাজী ফার্মস লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং ই পর্শা।

তারিন: এবং সার্বিক সহযোগিতায় এউএস এইড এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দীপ্ত টেলিভিশন

তারিন: শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী জাহেদুল হাসানকে।

ফেরদৌস বাপ্পী: মঞ্চে আসছেন কাজী জাহেদুল ইসলাম।

মঞ্চে আগমণ ও শুভেচ্ছা বক্তব্য।

ফেরদৌস বাপ্পী: ধন্যবাদ কাজী জাহেদুল ইসলাম স্যারকে।

তারিন: বিজ্ঞানী হতে হলে চাই মেধা আর বুদ্ধি। কিন্তু অপুষ্টির কারণে যদি শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠাই ব্যহত হয় তাহলে কি তারা বড় বিজ্ঞানী হয়ে উঠতে পারবে?

ফেরদৌস বাপ্পী: সেটা জানি না। তবে শিশুদের অপূষ্টি দূর করতে এসএমসি নিয়ে এসেছে মনিমিক্স প্লাস। দেখে নেবো মনি মিক্সপ্লাস নিয়ে একটি অডিও ভিজ্যুয়াল।

মনিমিক্স প্লাস এভি। এলইডি স্ক্রিন।

তারিন: আচ্ছা আপনারা কি কখনো বিজ্ঞান নিয়ে আবৃত্তি শুনেছেন?

ফেরদৌস বাপ্পী: এবার আপনাদের ‌সামনে বিজ্ঞানের কবিতা আবৃত্তি করে শোনাবেন আমাদের ছোট্টবন্ধু ইলা ! মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ইলাকে।

দুম দুম ধারাম ধারাম বিজ্ঞান নিয়ে কবিতাটি আবৃত্তি করবে ইলা ।

তারিন: ধন্যবাদ ছোট্টবন্ধু ইলা !

ফেরদৌস বাপ্পী: এবার নিবো ছোট্ট বিরতি। কিন্তু আপনারা সাথেই থাকুন। এর পরই শুরু হবে মূল আয়োজন।

বিজ্ঞাপন বিরতি।

তারিন: ‌ বিরতির পর আবার চরে এলাম। আপনারা দেখছেন এম.সি মনিমিক্স প্লাস "ক্ষুদে বিজ্ঞানী অ্যাওয়ার্ড ২০২২"

ফেরদৌস বাপ্পী: এই আয়োজনে Title sponsor হিসেবে থাকছে মনিমিক্স প্লাস এবং এস.এম.সি। কো-স্পনসর হিসেবে থাকছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইফাদ পিলো চিপস, কাজী ফার্মস লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং ই পর্শা।

তারিন: এবং সার্বিক সহযোগিতায় এউএস এইড এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দীপ্ত টেলিভিশন।

ফেরদৌস বাপ্পী: সারা দেশ থেকে নানা স্কুলের বাচ্চারা এই আয়োজনে যুক্ত হতে তাদের প্রজেক্ট জমা দিয়েছিলো।

তারিন: তারপর হয়েছে সূক্ষ্ম যাচাই বাছাই। সারা দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা ক্ষুদে বিজ্ঞানীদের কিভাবে খুঁজে বের করা হলো তা জানতে নিশ্চয়ই মন চাইছে, এবার দেখে নিবো তারই এক ঝলক।

অডিও ভিজ্যুয়াল - কিভাবে সেরা ১০ জন বাছাই করা হলো সেই প্রক্রিয়া তুলে ধরা হবে।

তারিন; দর্শক নিশ্চয়ই বুঝতেই পারছেন এস.এম.সি মনি মিক্স প্লাস "ক্ষুদে বিজ্ঞানী" সেরা দশ খুঁজে বের করতে কঠোর পরিশ্রম করেছেন আমাদের বিচক্ষণ টিম। এক্ষেত্রে উল্লেখ্য, নির্বাচিত এই দশজন উপর হবে চুলচেরা বিশ্লেষণ। অর্থাৎ আমাদের মহামান্য বিচারকমণ্ডলীর প্রত্যক্ষ ফলাফল ও নম্বরের ভিত্তিতে আমরা খুঁজে পাবো আমাদের বহুল কাঙ্খিত এস.এম.সি মনি মিক্স প্লাস "ক্ষুদে বিজ্ঞানী" চ্যাম্পিয়নকে।

ফেরদৌস বাপ্পী; স্কুল ভিত্তিক এই প্রতিযোগীদের মোট দুটি বিভাগে ভাগ করা হয়েছে। যেখানে ক গ্রুপ অর্থাৎ প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত হচ্ছে জুনিয়র গ্রুপ এবং খ গ্রুপ অর্থাৎ অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত সিনিয়র গ্রুপ। প্রতিটি গ্রুপকেই মোট পাচঁটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।

তারিন: এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি স্যোসাল মার্কেটিং কোম্পানিএর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব তসলিম উদ্দিন খানকে তার শুভেচ্ছা বক্তব্য দেয়ার জন্য।

শুভেচ্ছা বক্তব্য।

তারিন: ধন্যবাদ জনাব তসলিম উদ্দিন খান। এবার তাহলে ক্ষুদে বিজ্ঞানী বন্ধুদের মেধার পরিচয় দেয়ার পালা… প্রথমেই ক গ্রুপ থেকে নির্বাচিত পাঁচজন তাদের প্রোজেক্ট নিয়ে একে একে মঞ্চে আসবেন এবং নিজের সেই প্রোজেক্ট সম্পর্কে বিস্তারিত বলবেন। ফেরদৌস বাপ্পী: এবং এরপর থাকছে বিচারকদের প্রশ্নোত্তর পর্ব। যেখানে প্রজেক্ট সম্পর্কে প্রশ্ন করা হবে ছোট্ট সেই ক্ষুদে বন্ধুটিকে। প্রশ্নোত্তর পর্বে থাকছে ২০ নম্বর। আর যে পাবে সর্বোচ্চ নম্বর সে হবে সেরাদের সেরা।

তারিন: প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি ক গ্রুপের প্রথম প্রতিযোগী রৌদ্র হাসানকে।ফেরদৌস বাপ্পী: মঞ্চে আসছেন রাজশাহী ইউনিভার্সিটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র রৌদ্র হাসান।

১ম প্রতিযোগীর ক্যাটওয়্যাক।

তারিন: দেখে আসি আমরা তার প্রোজেক্টের অডিও ভিজুয়্যাল।

১ম প্রতিযোগীর প্রজেক্টের অডিও ভিজুয়্যাল।

ফেরদৌস বাপ্পী: এবার যাচাই বাছাই পর্ব। সম্মানিত বিচারকমন্ডলীকে প্রোজেক্টটি সম্পর্কে প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছ।

১ম প্রতিযোগীর প্রোজেক্টের বিচারকমন্ডলীর প্রশ্নোত্তর পর্ব।

তারিন: ধন্যবাদ রৌদ্র হাসানকে তার স্মার্ট প্রেজেন্টেশনের জন্য।

ফেরদৌস বাপ্পী: এইগরমে সবারই চাই এয়ার কুলার। কিন্তু সেটা তো অনেক খরুচে।

তারিন: তারই সমাধান নিয়ে এবার মঞ্চে আসছে এজে চার্চ স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র আব্বাদ ফুরকান সিয়ান।

২য় প্রতিযোগীর ক্যাটওয়্যাক।

তারিন: চলুন দর্শক আমরা এক ঝলকে দেখে আসি তার ইকোনোমিক্যাল এয়ার কুলার প্রোজেক্টটি।

২য় প্রতিযোগীর প্রজেক্টের অডিও ভিজুয়্যাল।

তারিন: সম্মানিত বিচারকমন্ডলীকে প্রোজেক্টটি সম্পর্কে প্রশ্ন করার অনুরোধ জানাচ্ছি।

২য় প্রতিযোগীর প্রোজেক্টের বিচারকমন্ডলীর প্রশ্নোত্তর পর্ব ।

ফেরদৌস বাপ্পী: সিয়ানের জন্য শুভ কামনা। এবার মঞ্চে ডেকে নিচ্ছি গ্রুপ ক-এর তৃতীয় প্রতিযোগী ।

তারিন: প্রিয় দর্শক এই শহরকে সবুজ ও সতেজ করার প্রজেক্ট নিয়ে এবার মঞ্চে আসছে আনিশা কবীর, ইনতিসার ওয়াসিম এবং দয়িতা ঘোষ।

তৃৃতীয় প্রতিযোগীর ক্যাটওয়্যাক।

ফেরদৌস বাপ্পী: আনিশা এসেছে উইলিয়াম ক্যারি ইন্টারন্যাশনাল স্কুল থেকে, ইনতিসা ও দয়িতা এসেছে ম্যাপেল লিফ ইন্টার ন্যাশনাল স্কুল থেকে।

তারিন: তিনজন অংশগ্রহণকারী একটি প্রজেক্ট। দেখে নেবো প্রজেক্ট ডিটেইলস।

তৃৃতীয় প্রতিযোগীর প্রজেক্টের অডিও ভিজুয়্যাল ।

তারিন: সম্মানিত বিচারককে এই প্রোজেক্টটি সম্পর্কে প্রশ্ন করার জন্য অনুরোধ করছি।

তৃৃতীয় প্রতিযোগীর প্রজেক্টের বিচারকদের প্রশ্নের উত্তর ।

তারিন: এবার আমরা ডেকে নিবো ক গ্রুপের চতুর্থ প্রতিযোগী। এবারও তিনজন প্রতিযোগী।

ফেরদৌস বাপ্পী: মঞ্চে আসছেন সামস রহমান মুগ্ধ, ওম অভ্র চৌধুরী, কর্ণেলিয়াস জেফরী গমেজ। সবাই সেইন্ট জোসেফ স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র।

ক গ্রুপের চতুর্থ প্রতিযোগীর ক্যাটওয়্যাক।

তারিন: আমরা এবার স্ক্রিনে দেখে নেবো কি আবিষ্কার করেছে আমাদের এই ছোট্ট মেধাবী বন্ধুরা।

চতুর্থ প্রতিযোগীর প্রজেক্টের অডিও ভিজুয়্যাল ।

ফেরদৌস বাপ্পী; এবার প্রোজেক্টটি সম্পর্কে প্রশ্ন করবেন আমাদের সম্মানিত বিচারক মন্ডলী।

চতুর্থ প্রতিযোগীর প্রোজেক্ট সম্পর্কে বিচারকদের প্রশ্নের উত্তর ।

তারিন: এবার ডেকে নিচ্ছি গ্রুপ ক এর পঞ্চম এবং সর্বশেষ প্রতিযোগী কে।

ফেরদৌস বাপ্পী: মঞ্চে আসবে নামিরা আহমেদ এবং আয়ানা চৌধুরী। দুজনেই সাউথ ব্রিজ স্কুলে প্রথম শ্রণীতে পড়ছে।

পঞ্চম প্রতিযোগীর ক্যাটওয়্যাক।

তারিন: শুভকামনা আয়ানা ও নামিরা। এবার আমরা জানবো তোমাদের প্রোজেক্টটি সম্পর্কে।

পঞ্চম প্রতিযোগীর প্রজেক্টের অডিও ভিজুয়্যাল।

ফেরদৌস বাপ্পী: এবার প্রশ্নোত্তর পর্ব। সম্মানিত বিচারকমন্ডলীকে প্রজেক্ট সম্পর্কে প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি।

পঞ্চম প্রতিযোগীর প্রজেক্টের বিচারকদের প্রশ্নের উত্তর ।

ফেরদৌস বাপ্পী: আপনারা দেখছেন এস.এম.সি মনি মিক্স প্লাস "ক্ষুদে বিজ্ঞানী ২০২২"। এরই মধ্যে আমরা দেখে ফেললাম ক গ্রুপের পাচঁ মেধাবী প্রতিযোগী বন্ধুদের আবিষ্কার।

তারিন: এবার মঞ্চে শুভেচ্ছা বক্তব্য রাখবেন স্যোসাল মার্কেটিং কোম্পানি এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যাবস্থাপনা পরিচালক জনাব আলী রেজা খান।

শুভেচ্ছা বক্তব্য।

তারিন; ধন্যবাদ জনাব আলী রেজা খান স্যারকে। দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। সাথেই থাকুন। বিরতির পরেই আসছে খ গ্রুপের প্রতিযোগীরা।

বিজ্ঞাপন বিরতি…

তারিন: ‌ বিরতির পর আবার চলে এলাম। আপনারা দেখছেন এম.সি মনিমিক্স প্লাস "ক্ষুদে বিজ্ঞানী অ্যাওয়ার্ড ২০২২"

ফেরদৌস বাপ্পী: এই আয়োজনে Title sponsor হিসেবে থাকছে মনিমিক্স প্লাস এবং এস.এম.সি। কো-স্পনসর হিসেবে থাকছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইফাদ পিলো চিপস, কাজী ফার্মস লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং ই পর্শা।

তারিন: এবং সার্বিক সহযোগিতায় এউএস এইড এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দীপ্ত টেলিভিশন।

ফেরদৌস বাপ্পী: সুপ্রিয় দর্শক এবার আপনাদের জন্য রয়েছে একটি চমক। বিশ্বের সেরা দশজন বিজ্ঞানী আসছে আমাদের এই মঞ্চে।

তারিন: কি চমকে গেলেন? চলুন দেখে নেই কারা আসছে মঞ্চে।

বিশ্বের সেরা ১০ জন বিজ্ঞানীর অডিও ভিজ্যুয়ালের সাথে ক্যাটওয়াক (ফ্যাশন শো)

তারিন: বার মঞ্চে আমন্ত্রণ জানাবো জনাব ইউ এস এইড বাংলাদেশের নিউট্রিশন স্পেশালিস্ট তাসকিন চৌধুরীকে কিছু বলার জন্য।

শুভেচ্ছা বক্তব্য

েরদৌস বাপ্পী: ধন্যবাদ তাসকিন চৌধুরী

তারিন: এবার প্রতিযোগীতার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে মঞ্চে আসবে খ অর্থাৎ সিনিয়র গ্রুপের প্রতিযোগরা। অষ্টম থেকে দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্ররাই আমাদের এই গ্রুপের প্রতিযোগী।

ফেরদৌস বাপ্পী: এই গ্রুপের আমাদের প্রথম প্রতিযোগী ওয়াসিয়া মৌমিতা তমা ও আরজুমান আরা। দুজনেই হলি ক্রস গার্লস স্কুলের দশম শ্রেণীর ছাত্রী।

তারিন: মঞ্চে আসছে মৌমিতা ও আরজুমান!

খ গ্রুপের ১ম প্রতিযোগীর ক্যাটওয়্যাক।

তারিন: চলুন দর্শক দেখে আসি আমরা তাদের প্রোজেক্টের অডিও ভিজুয়্যালটি।

খ গ্রুপের ১ম প্রতিযোগীর প্রোজেক্টের অডিও ভিজুয়্যাল।

ফেরদৌস বাপ্পী: সম্মানিত বিচারকমন্ডলীকেপ্রোজেক্টটি সম্পর্কে প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি।

খ গ্রুপের ১ম প্রতিযোগীর প্রজেক্টের বিচারকদের প্রশ্নের উত্তর (২০ নাম্বার)

তারিন: এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি খ গ্রুপের দ্বিতীয় প্রতিযোগী স্কয়ার হাই স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র সাজিদুল ইসলাম কে।

খ গ্রুপের ২য় প্রতিযোগীর ক্যাটওয়্যাক।

ফেরদৌস বাপ্পী: এখন আমরা দেখবো তার প্রোজেক্টের অডিও ভিজুয়্যালটি।

দ্বিতীয় প্রতিযোগীর প্রজেক্টের অডিও ভিজুয়্যাল ।

তারিন: প্রোজেক্টটি সম্পর্কে সম্মানিত বিচারকমন্ডলীকে প্রশ্ন করার অনুরোধ জানাচ্ছি।

দ্বিতীয় প্রতিযোগীর প্রজেক্ট সম্পর্কে বিচারকদের প্রশ্নের উত্তর (২০ নাম্বার)

তারিন: এবার মঞ্চে ডেকে নিচ্ছি খ গ্রুপের তৃতীয় প্রতিযোগী খান প্রিন্স ইয়াসির আরাফাতকে ।

ফেরদৌস বাপ্পী: সাতক্ষীরা পাবলিক স্কুল থেকে মঞ্চে আসছেন নবম শ্রেণীর ছাত্র খান প্রিন্স ইয়াসির আরাফাত।

তৃতীয় প্রতিযোগীর ক্যাটওয়্যাক।

ফেরদৌস বাপ্পী: আমাদের এই প্রতিযোগী বন্ধুটি আবিষ্কার করেছে অন্ধদের রোবোটিক স্টিক। আমরা এবার স্ক্রিনে দেখে নিবো তার সেই অসাধারণ আবিষ্কারটি।

তৃতীয় প্রতিযোগীর প্রজেক্টের অডিও ভিজুয়্যাল ।

তারিন: সম্মানিত বিচারকমন্ডলী আমাদের এই প্রতিযোগী বন্ধুটিকে তার প্রোজেক্টটি সম্পর্কে প্রশ্ন করবেন।

তৃতীয় প্রতিযোগীর প্রজেক্টের বিচারকের প্রশ্নোত্তর পর্ব ।

ফেরদৌস বাপ্পী: শুভ কামনা প্রিন্স । এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সিনিয়র গ্রুপের চতুর্থ প্রতিযোগী নাজিপুর গভর্মেন্ট মডেল হাই স্কুলের ছাত্র মোহাম্মদ নাদিম শাহরিয়ার অপূর্বকে।

চতুর্থ প্রতিযোগীর ক্যাটওয়্যাক।

তারিন: অপূর্বের প্রোজেক্টটি হচ্ছে নিরাপদ সড়ক নিয়ে। এখন আমরা স্ক্রিনে এক ঝলক দেখে নিবো তার তৈরি প্রোজেক্টটি।

সিনিয়র গ্রুপের চতুর্থ প্রতিযোগীর প্রজেক্টের অডিও ভিজুয়্যাল ।

তারিন: বাহ! সত্যিই দারুণ। এবার প্রোজেক্টটি সম্পর্কে আমাদের সম্মানিত বিচারকমন্ডলীর প্রশ্নোত্তর পর্ব।

চতুর্থ প্রতিযোগীর প্রোজেক্ট সম্পর্কে বিচারকদের প্রশ্নের উত্তর ।

তারিন: মঞ্চে ডেকে নিচ্ছি সিনিয়র গ্রুপের সর্বশেষ প্রতিযোগীকে।

ফেরদৌস বাপ্পী: এবার মঞ্চে আসছে স্কয়ার হাই স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র মোহাম্মদ হাবিবুল্লাহ সিফাত।

সিনিয়র গ্রুপের পঞ্চম প্রতিযোগীর ক্যাটওয়্যাক।

তারিন: আমাদের এবারের প্রতিযোগী এসেছে তার তৈরি গেম নিয়ে। চলুন দেখে নেই প্রজেক্টটি।

পঞ্চম প্রতিযোগীর প্রজেক্টের অডিও ভিজুয়্যাল।

ফেরদৌস বাপ্পী: সম্মানিত বিচারকমন্ডলীর প্রশ্নপর্ব এবার। অনুরোধ করবো প্রশ্ন করতে।

পঞ্চম প্রতিযোগীর প্রজেক্টের বিচারকদের প্রশ্নের উত্তর ।

তারিন: প্রিয় দর্শক একে একে ক এবং খ গ্রুপের সেরা দশ প্রতিযোগীর আবিষ্কার দেখে ফেললাম আমরা।

ফেরদৌস বাপ্পী: এবার কি তাহলে ফলাফল?

তারিন: হ্যাঁ! ফলাফল তো দিবোই! তার আগে যাচ্ছি একটা বিজ্ঞাপন বিরতিতে...সুপ্রিয় দর্শক সাথেই থাকুন।

বিজ্ঞাপন বিরতি…

তারিন: ‌ বিরতির পর আবার চলে এলাম। আপনারা দেখছেন এম.সি মনিমিক্স প্লাস "ক্ষুদে বিজ্ঞানী অ্যাওয়ার্ড ২০২২"

ফেরদৌস বাপ্পী: এই আয়োজনে Title sponsor হিসেবে আছে মনিমিক্স প্লাস এবং এস.এম.সি। কো-স্পনসর হিসেবে থাকছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইফাদ পিলো চিপস, কাজী ফার্মস লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং ই পর্শা।

তারিন: এবং সার্বিক সহযোগিতায় এউএস এইড এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দীপ্ত টেলিভিশন।

ফেরদৌস বাপ্পী: এবার ফেরদৌস ওয়াহিদের গান। দর্শক এবার মঞ্চে আসছেন ফেরদৌস ওয়াহিদ। সাথে আসছে ক্ষুদে বন্ধুদের দল।

গান (ফেরদৌস ওয়াহিদ) মামনিয়া গানের সাথে কার্টুন ক্যারেক্টারদের দলীয় নৃত্য

তারিন: ধন্যবাদ ফেরদৌস ওয়াহিদ এবং দলীয় নৃত্যের সাথে যুক্ত সকল কলা- কৌশলীকে।

ফেরদৌস বাপ্পী: মঞ্চে এবার আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় প্রতিমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয় জনাব আশরাফ আলী খান খসরু স্যারকে।

মাননীয় মন্ত্রীর বক্তব্য।

ফেরদৌস বাপ্পী: ধন্যবাদ আশরাফ আলী খাস খসরু স্যারকে তার চমৎকার বক্তব্যের জন্য।

তারিন: দর্শক, আমাদের হাতে তো এখন পর্যন্ত বিচারকদের ফলাফল এসে পৌছায় নি। এর মাঝে একটা নাচের পরিবেশনা দেখলে কেমন হয়? ...সুপ্রিয় দর্শক দলীয় নৃত্য পরিবেশনের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মেডলি ডান্স গ্রুপ কে।

শিশুতোষ জনপ্রিয় গানের সাথে নাচ (দলীয় নৃত্য)

তারিন: এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় মন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় স্থপতি ইয়াফেস ওসমান স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য।

মাননীয় মন্ত্রীর বক্তব্য।

ফেরদৌস বাপ্পী: আবারও নিয়ে নিচ্ছি একটা ছো্ট্ট বিরতি। আপনারা বরং এর মাঝে একটু চিন্তা করুন কে হতে যাচ্ছে এস.এম.সি মনিমিক্স প্লাস "ক্ষুদে বিজ্ঞানী ২০২২" এর সেরাদের সেরা।

বিজ্ঞাপন বিরতি

তারিন: ‌ বিরতির পর আবার চলে এলাম। আপনারা দেখছেন এম.সি মনিমিক্স প্লাস "ক্ষুদে বিজ্ঞানী অ্যাওয়ার্ড ২০২২"

ফেরদৌস বাপ্পী: এই আয়োজনে Title sponsor হিসেবে আছে মনিমিক্স প্লাস এবং এস.এম.সি। কো-স্পনসর হিসেবে থাকছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইফাদ পিলো চিপস, কাজী ফার্মস লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং ই পর্শা।

তারিন: এবং সার্বিক সহযোগিতায় এউএস এইড এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দীপ্ত টেলিভিশন।

ফেরদৌস বাপ্পী: এবার ফলাফল...সেই মাহেন্দ্রক্ষণ…প্রথমেই মঞ্চে ডেকে নিচ্ছি এস.এম.সি মনি মিক্স প্লাস "ক্ষুদে বিজ্ঞানী" জুনিয়র অর্থাৎ ক গ্রুপের সেরা পাঁচ প্রতিযোগীকে।

প্রাইমেরী গ্রুপের সেরা পাঁচ "ক্ষুদে বিজ্ঞানী"র মঞ্চে আগমন।

ফেরদৌস বাপ্পী: তাদের হাতে পুরষ্কার তুলে দিতে মঞ্চে আসছেন…………...

তারিন: আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ফলাফল ঘোষণা করা। এবার সেই গুরুদায়িত্ব আমার উপর। প্রিয় দর্শক আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই স্কুলভিত্তিক এস.এম.সি মনি মিক্স প্লাস "ক্ষুদে বিজ্ঞানী" সেরা দশজনকে দুইভাগে ভাগ করা হয়েছে। জুনিয়র অর্থাৎ ক গ্রুপে রয়েছে (প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী)র পাচঁ জন প্রতিযোগী এবং সিনিয়র অর্থাৎ খ গ্রুপে রয়েছে (সপ্তম থেকে দশম শ্রেণী)র পাঁচ জন প্রতিযোগী। এবার ফলাফল...ক গ্রুপের পঞ্চম স্থান অধিকার করেছে (নাম) থেকে আসা (নাম)। একটা জোড়ে হাততালি হবে তার জন্য।

ফেরদৌস বাপ্পী: ক গ্রুপে চতুর্থ স্থান অধিকার করেছে (নাম)র প্রতিযোগী বন্ধু (নাম)

তারিন: বাকি রইল তিনজন। এর মধ্যেই লুকিয়ে আছে আমাদের এস.এম.সি মনি মিক্স প্লাস "ক্ষুদে বিজ্ঞানী" সেরাদের সেরা। কে হতে পারে সেই জন? A(নাম), B (নাম), নাকি C (নাম)? ….এস.এম.সি মনি মিক্স প্লাস "ক্ষুদে বিজ্ঞানী" ক গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছে বন্ধু (নাম) করজোড়ে হাততালি আমাদের এই বন্ধুটির জন্য। …এবার সেইক্ষণ..সেরাদের সেরা! কার মাথায় উঠবে সেরাদের সেরা মুকুট? বাপ্পী কি মনে হয় তোমার?

ফেরদৌস বাপ্পী: আমার তো মনে হয় দুজনই সেরা।

তারিন: হা! সেটা তো অবশ্যই! তারপরও নিয়ম অনুযায়ী আমাদের বেছে নিতে হবে একজনকেই। কিন্তু কাকে বেছে নিয়েছেন আমাদের বিচারকমন্ডলী? ...হ্যা দর্শক সে আর কেউ নয় আমাদের (শহরের নাম)’র বন্ধু ...(নাম)। আমাদের ক গ্রুপের সেরাদের সেরা..(নাম)। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন…

তারিন: আমি এবার মঞ্চে আসতে অনুরোধ করছি সিনিয়র গ্রুপের সেরা পাঁচ প্রতিযোগী বন্ধুকে।


খ গ্রুপের সেরা পাঁচ "ক্ষুদে বিজ্ঞানী"র মঞ্চে আগমন।

ফেরদৌস বাপ্পী: তাদের হাতে পুরষ্কার তুলে দিতে মঞ্চে আসছেন……………….

তারিন: প্রিয় দর্শক আমরা কিন্তু ইতিমধ্যেই পেয়ে গেছি এস.এম.সি মনি মিক্স প্লাস "ক্ষুদে বিজ্ঞানী" প্রাইমেরি গ্রুপের ফলাফল। এবার আমি ঘোষণা করবো সিনিয়র গ্রুপের ফলাফল। ...সিনিয়র গ্রুপের পঞ্চম স্থান অধিকার করেছে (নাম) । আমাদের এই প্রতিযোগী বন্ধুটি এসেছে (শহরের নাম) থেকে। একটা জোড়ে হাততালি হবে তার জন্য। তাকে পুরষ্কৃত করছেন…

ফেরদৌস বাপ্পী: সুপ্রিয় দর্শক (পঞ্চম স্থান অধিকারীর নাম)র তৈরি প্রোজেক্টটি হচ্ছে..

তারিন: সিনিয়র গ্রুপে চতুর্থ স্থান অধিকার করেছে (নাম)। ….প্রােজেক্টটি আবিষ্কারের মাধ্যমে আমাদের এই বন্ধুটি দখল করে নিয়েছে সিনিয়র গ্রুপে চতুর্থ স্থান।

ফেরদৌস বাপ্পী : ফার্স্ট, সেকেন্ড নাকি থার্ড? কে কতো নম্বর সিনিয়র গ্রুপে। সেটাই এখন দেখার পালা। ...খ গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছে বন্ধু (নাম) একটা জোড়ে হাততালি হবে তার জন্য।


তারিন: আবারও সেইক্ষণ! ফাস্ট এবং সেকেন্ড? দুজনের মধ্যেই হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। মাত্র … নম্বরের ব্যবধানে আমাদের খ গ্রুপে সেরাদের সেরার মুকুট জিতে নিয়েছেন ...(নাম)। অনেক অনেক অভিনন্দন তাকে।

ফেরদৌস বাপ্পী: একটা জোরে হাততালি হবে তার জন্য।



মঞ্চ থেকে সবার প্রস্থান।

তারিন: প্রিয় দর্শক আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমাদের দেশটা ছোট্ট একটা দেশ। এই ছোট্ট দেশেরই আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আসে অসংখ্য মেধাবী।

ফেরদৌস বাপ্পী: ভবিষ্যতে তারাই কেউ হয়তো হয়ে উঠবে আইনস্টাইন কিংবা নিউটন। মেধা দিয়ে তারাই দেশকে নিয়ে যাবে উন্নয়নের চরম শিখরে। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান।

 

তারিন: সবাইকে আবারো ধন্যবাদ আজকের এই আয়োজনে আমাদের সাথে থাকার জন্য। বিদায় নিচ্ছি আমি তারিন।

েরদৌস বাপ্পী: এবং আমি ফেরদৌস বাপ্পী।



--- এন্ড ---





No comments:

Pages